ডোমেইন ও হোস্টিং
সারারাত ধরে ফেসবুকে এড সেটাপ দিয়ে আরামে একটা ঘুম দিলেন, স্বাভাবিকভাবেই ঘুম থেকে উঠে আশা করবেন কিছু অর্ডার আসবে কিন্তু নিম্নমানের শেয়ার্ড-হোস্টিং ব্যবহার করে ওয়েবসাইট বানানোর ফলে অনেক স্লো এবং ডাউন থাকায় কাস্টমার আগ্রহী থাকা সত্ত্বেও প্রোডাক্ট কিনতে পারছে না। ঐদিন এডের খরচ যেমন পুরাটাই লস অন্যদিকে আপনি কাস্টমার হারাচ্ছেন। ই-কমার্স ব্যবসার ক্ষেত্রে হোস্টিং সিলেকশন সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওয়েবসাইট বানানোর প্রথম ধাপে এছাড়া শেয়ার হোস্টিং, ভিপিএস হোস্টিং সহ ব্যান্ডউইথ ইত্যাদি আপনার জন্য পারফেক্ট হবে কি না ইফতারি সকল কিছু অবশ্যই একজন এক্সপার্টের সাথে পরামর্শ করে পদক্ষেপ নেয়া উচিত। একদম ফ্রিতে একজন এক্সপার্ট এর কাছ থেকে ৩০ মিনিট ফ্রিতে পরামর্শ নিতে নিচে এখনই সিডিউল করুন।